চট্টগ্রাম: অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেছেন, নির্বাচনের দাবিতে যাতে আন্দোলন করতে না হয়। বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. ইউনুস আশা করি বিষয়টি অনুধাবন করবেন।
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী যারা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিল তাদের স্বপ্ন সফল হবে না। দেশে আইন-শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে গেছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এখনো প্রশাসনে আওয়ামী লীগের দোসরা ঘোরাঘুরি করছে।
শনিবার (১৫ মার্চ) উপজেলার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে বিশাল ইফতার মাহফিলে পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম আজাদ, এস এম মনসুর চৌধুরী এবং জালাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, নাজিম উদ্দিন বাচ্চু, নুরুল হুদা, খালেদ মাহমুদ বাবুল, মোহাম্মদ বেলাল, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, আহমদ রশীদ চৌধুরী, একরামুল হক, নাজিম উদ্দিন, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ ও কে এফ সাইমুন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজল বারী, মহিবুল উল্লাহ বাহার, আবু তাহের সিদ্দিকী, এস এম ইউসুফ, মুনসুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, আজম খান, এস এম সফিউল আলম, নাছির উদ্দীন, আবু মাস্টার, আলা উদ্দীন, আবু আজম তালুকদার, মো. এমরান, জাহেদ মেম্বার, দৌলত মিয়া, নাজিম উদ্দীন, বেলাল বিন নুর, মো. এরশাদ, ইকবাল চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
টিসি