ঢাকা, রবিবার, ১ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় শেভরণ হাসপাতাল সাময়িক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় শেভরণ হাসপাতাল সাময়িক বন্ধ

চট্টগ্রাম: পটিয়ায় ভুল চিকিৎসায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগে শেভরণ হাসপাতাল নামে এক প্রতিষ্ঠানের চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা  সিভিল সার্জন।  

শনিবার (১৫ মার্চ) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়, শিশু মৃত্যুর ঘটনায় উদ্ভুত পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনায় শেভরন হাসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এর আগে শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুর আফসা নামে শিশুটি। শিশুটির কানে সমস্যা ছিল, একই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত ছিল। চার মাসে ওই শিশুটির ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালে ভাঙচুর করে রোগীর স্বজনরা।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।