ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ৯ বছরের এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ আফনানের (২৬) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত রোববার রাতে মাদ্রাসার ভেতরে শয়নকক্ষে ঘুমানোর সময় ওই শিশু শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়। পরদিন সে বাড়িতে গিয়ে মাদ্রাসায় ফিরতে না চাওয়ায় এ ঘটনা প্রকাশ পায়।

এরপর শিক্ষার্থীর পরিবার স্থানীয়দের বিষয়টি জানালে তারা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ওই শিক্ষক পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। শিশুটিকে চিকিৎসার জন্য বুধবার সকালে চমেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।