ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসচাপায় প্রাণ গেল চালকের সহকারীর, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
বাসচাপায় প্রাণ গেল চালকের সহকারীর, আহত ৬ ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিচে চাপা পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ৬ যাত্রী।

শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে মৌলভির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. করিম (৪৫) চন্দনাইশের দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।

জানা যায়, দ্রুতগতির মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিলে উল্টে যায়। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাইওয়ে থানা পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।  

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. আবদুল মতিন বলেন, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। বাসটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।