ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অটোরিকশা ভর্তি চোলাই মদ রেখে পালালো কারবারিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
অটোরিকশা ভর্তি চোলাই মদ রেখে পালালো কারবারিরা উদ্ধার চোলাই মদ ভর্ভি অটোরিকশা

চট্টগ্রাম: পটিয়ায় সিএনজি অটোরিকশা ভর্তি চোলাই মদ রেখে পালিয়েছে মাদক কারবারিরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের শের আলী সওদাগরের দোকানের সামনে সড়কে এলাকাবাসীর ধাওয়ায় অটোরিকশা ভর্তি চোলাই মদ ফেলে পালিয়েছে তারা।

পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাসহ চোলাই মদগুলো উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বাংলানিউজকে বলেন, চোলাই মদ উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আইনগত নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।