ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নববর্ষে সীবলী সংসদের গুণীজন সম্মাননা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
নববর্ষে সীবলী সংসদের গুণীজন সম্মাননা ...

চট্টগ্রাম: বাঙালির প্রাণের উৎসব ‘বর্ষবিদায় ও বর্ষবরণ’ উপলক্ষে প্রতিবারের মতো এবারও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করেছে সীবলী সংসদ।  

বাঁশখালীর উত্তর জলদীতে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল-ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

 

অনুষ্ঠানে এবার ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন-বাঁশখালী আদর্শ উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক দীপায়ন বড়ুয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও লেখক জিতেন্দ্র লাল বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দীপিকা বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া।

 

সীবলী সংসদের সভাপতি শিক্ষক তুষিত কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি শিক্ষক এস দুকুল বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক বাবুল বড়ুয়া।  

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র বড়ুয়া, জলদী উদীয়মান তরুণ সংঘের সভাপতি শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, ব্যাংকার অরুপ বড়ুয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন বড়ুয়া ও প্রধান শিক্ষক সমরসেন বড়ুয়া, শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি সুপ্রিয় বড়ুয়া, বাঁশখালী পৌরসভার লাইন্সেস পরিদর্শক অনু বড়ুয়া বাবু, সাংবাদিক সুপলাল বড়ুয়া, কীর্তনীয়া বাবুল বড়ুয়া প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, সীবলী সংসদের এরূপ বর্ণাঢ্য অনুষ্ঠান সমাজ ও দেশের কল্যাণ বয়ে আনবে। পাশাপাশি সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাখাতকে এগিয়ে নিতে হবে। একমাত্র শিক্ষার মাধ্যমে আলোকিত দেশ গড়া সম্ভব। তাই শিক্ষাকে এগিয়ে নিতে সবার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।