ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ভবনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
ফটিকছড়িতে ভবনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: ফটিকছড়িতে ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চননগর শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত আবুল হাশেম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে। তিনি ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।

জানা যায়, নিহত আবুল হাশেম সকালে তিন তলা ছাদের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।