ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিরিয়ানির দোকানকে লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, এপ্রিল ৮, ২০২৫
বিরিয়ানির দোকানকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের নিউমার্কেট এলাকার হাজী বিরিয়ানি হাউসকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (৮ এপ্রিল) গরু ও মহিষের নলি জাতীয় পচাগলা দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, কাঁচা মাংস জাতীয় খাবারের সঙ্গে রান্না করা খাবার, মেয়াদহীন বোরহানি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ এবং অজ্ঞাত ও অপ্রচলিত মসলা ব্যবহারের দায়ে এ জরিমানা করা হয়েছে।

 

সিএমপির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

 

একই অভিযানে এবিপি রেস্টুরেন্টে অপরিচ্ছন্নতা এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের কারণে ছয় হাজার টাকা, হোটেল হান্নান আল ফয়েজ অ্যান্ড রেস্তোরাঁয় অপরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্যে তেলাপোকার উপস্থিতির কারণে ২০ হাজার টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউসে অপরিচ্ছন্নতা এবং মেয়াদোত্তীর্ণ বোরহানি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।