ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান  ...

চট্টগ্রাম: নগরের জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে বীর্জা খালের সেকেন্ডারি অংশের খনন কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

 আসন্ন বর্ষায় জলাবদ্ধতা রোধে খাল নালা খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, তা পরিকল্পিত উন্নয়নের নিদর্শন। সেই দূরদর্শী চিন্তা থেকে আমাদের শিক্ষা ও অনুপ্রেরণা নিতে হবে।

খাল ও নালাগুলো দখল ও ময়লায় ভরাট হয়ে যাওয়ার কারণেই নগরবাসী প্রতি বর্ষায় দুর্ভোগে পড়ে। এটি সমাধানে প্রয়োজন পরিকল্পিত খনন, নিয়মিত পরিচ্ছন্নতা এবং সর্বোপরি নাগরিকদের সচেতনতা। পরিচ্ছন্ন নগর গড়া শুধু সিটি করপোরেশনের কর্মচারীদের দায়িত্ব নয়, নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পরিবেশ বিধ্বংসী পলিথিন ব্যবহার এখনই বন্ধ করা প্রয়োজন।

তিনি জানান, চসিক নগর পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান শুরু করেছে। সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি নগরের জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ রোধে রাজনৈতিক দল ও তরুণ সমাজকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব হাজি মো. মুছার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বিএনপি নেতা হাজি নবাব খান, ইসমাঈল বাবুল, মো. আলমগীর, আজিজুল হক মাছুম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২১. ২০২৫ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।