ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিভাগীয় কমিশনার গোল্ডকাপের ফাইনালে কক্সবাজারের প্রতিপক্ষ কুমিল্লা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, মে ৫, ২০২৫
বিভাগীয় কমিশনার গোল্ডকাপের ফাইনালে কক্সবাজারের প্রতিপক্ষ কুমিল্লা  প্লেয়ার অব দ্য ম্যাচ বিবেচিত হন গোলদাতা মামুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল কুমিল্লা জেলা দল।  

সোমবার (৫ মে) বিকেলে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত জোন ফাইনালে শক্তিশালী ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ১-০ গোলে হারিয়ে তারা এ যোগ্যতা অর্জন করে।

ফাইনালে তাদের প্রতিপক্ষ রাঙ্গামাটি জোন চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা দল।

কুমিল্লায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জোন ফাইনালে প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য।

খেলার ৭৫ মিনিটে স্বাগতিক দলের পক্ষে মোহাম্মদ মামুন জয়সূচক গোলটি করেন। খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ বিবেচিত হন গোলদাতা মামুন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

উল্লেখ্য বিভাগের ১১ জেলা দল নিয়ে দুটি জোনে ভাগ হয়ে গত ২৪ এপ্রিল শুরু হয় এই প্রতিয়োগিতা। রাঙামাটি জোন থেকে চ্যাম্পিয়ন হিসেবে আগেই ফাইনালে উঠে কক্সবাজার। অপরদিকে সোমবার কুমিল্লা জোনের চ্যাম্পিয়ন হয় স্বাগতিক জেলা। কুমিল্লা বনাম কক্সবাজার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১১ মে কক্সবাজার জেলা স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মে ৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।