চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল কুমিল্লা জেলা দল।
সোমবার (৫ মে) বিকেলে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত জোন ফাইনালে শক্তিশালী ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ১-০ গোলে হারিয়ে তারা এ যোগ্যতা অর্জন করে।
কুমিল্লায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জোন ফাইনালে প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য।
উল্লেখ্য বিভাগের ১১ জেলা দল নিয়ে দুটি জোনে ভাগ হয়ে গত ২৪ এপ্রিল শুরু হয় এই প্রতিয়োগিতা। রাঙামাটি জোন থেকে চ্যাম্পিয়ন হিসেবে আগেই ফাইনালে উঠে কক্সবাজার। অপরদিকে সোমবার কুমিল্লা জোনের চ্যাম্পিয়ন হয় স্বাগতিক জেলা। কুমিল্লা বনাম কক্সবাজার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১১ মে কক্সবাজার জেলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মে ৫, ২০২৫
পিডি/টিসি