ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, অক্টোবর ৬, ২০২৫
ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে নিজ ঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকায় পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।

কাউসার ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র।

প্রতিবেশীরা জানান, সকালে কাউসারের মায়ের কান্নার শব্দ শুনে তারা ছুটে এসে ঘরে প্রবেশ করলে বিছানার ওপর তার নিথর দেহ দেখতে পান।

লাশের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ ছিল বলেও জানান তারা।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।