চট্টগ্রাম: বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও মিষ্টি তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জরিমানার অর্থ অনাদায়ে পিংকো আইসবারের মালিককে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের খাদ্য গুদামের পাশে পিংকো আইসবার আইসক্রিম তৈরির কারখানায় এবং পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার আলো বেকারি অ্যান্ড সুইটসের মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, পিংকো আইসবার কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইসক্রিম উৎপাদন করে নামি ব্র্যান্ডের নকল মোড়কে বিপণন করা হচ্ছিল।
অভিযান পরিচালনায় আদালতকে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ, পৌর ও উপজেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ৭, ২০২৫
বিই/পিডি/টিসি