ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাচারের চেষ্টাকালে ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, মে ১৭, ২০২৫
পাচারের চেষ্টাকালে ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ ...

চট্টগ্রাম: ফিশিং ট্রলারে লুকিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে নৌ পুলিশ।

শুক্রবার (১৭ মে) সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটে ‘এফবি আবদুর রহমান-১’ নামের ফিশিং ট্রলার থেকে এসব সার জব্দ করা হয়।

জানা গেছে, পাচারকারীরা নগরের পাহাড়তলী রাণী রাসমণি ঘাট থেকে এই সার নিয়ে মিয়ানমারে পাচার করার চেষ্টা করছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়।

৫০ কেজি ওজনের প্রতিটি বস্তার গায়ে ‘কাফকো গ্র্যানুলার ইউরিয়া’ লেখা আছে। জব্দকৃত সার কুমিরা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিন আকবর বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ফিশিং ট্রলারের মালিক ও পাচারকারীদের আটকের চেষ্টা চলছে। শুক্রবার রাতে ট্রলার মালিক ও চালককে আসামি করে পাহাড়তলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।