ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, মে ১৭, ২০২৫
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেপ্তার করেছে।  

শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোজাম্মেল হক ভোলা সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও আশেকের পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

সাতকানিয়া থানার এসআই মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলাকে গ্রেপ্তার করা হয়।

তিনি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১৭, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।