ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইতে কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব’ 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, মে ২১, ২০২৫
মীরসরাইতে কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব’ 

চট্টগ্রাম: মীরসরাইতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২০ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দুস্থ ও নিম্নআয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে কোস্ট গার্ড।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন মীরসরাইয়ের সাহেরখালী জামাল শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে প্রায় সাড়ে তিন শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে। মেডিকেল ক্যাম্পেইনে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তারের নেতৃত্বে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাঈম হাসান ও লেফটেন্যান্ট নাহরিন হক চিকিৎসাসেবা দেন।  

বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান হারুন-অর-রশীদ।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।