ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইবনে সিনা ট্রাস্ট ও চট্টগ্রাম জেলা পরিষদের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ২১, ২০২৫
ইবনে সিনা ট্রাস্ট ও চট্টগ্রাম জেলা পরিষদের মধ্যে চুক্তি স্বাক্ষর ...

চট্টগ্রাম: ইবনে সিনা ট্রাস্ট ও চট্টগ্রাম জেলা পরিষদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা ইবনে সিনার সব শাখায় বিশেষ সুবিধায় মেডিক্যাল সেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।  

চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জি এম তারিকুল ইসলাম স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এস এম খালেকুজ্জামান, মো: মোরশেদ আলম, প্রধান সহকারী মো: এজাজ, সিএ টু সিইও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, হিসাব রক্ষক তাফহীম কবির চৌধুরী, উচ্চমান সহকারী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, পিএ টু প্রশাসক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, ইবনে সিনা ট্রাস্টের ডেপুটি ম্যানাজার (এডমিন) ও ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টর চট্টগ্রামের ইনচার্জ মো: আব্দুর রাকিব, বিজনেস ডেভলপমেনন্ট ইনচার্জ মোঃ রেজাউল করিম, একাউন্টস ইনচার্জ আমিরুল ইসলাম, কাস্টমার কেয়ার ইনচার্জ মুহাম্মদ হাসান, বিজনেস ডেভলপমেন্ট অফিসার সানাউল ইসলাম ও সবুজ মিয়া প্রমুখ।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম বলেন, এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম জেলা পরিষদ ও ইবনে সিনা ট্রাস্টের একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, যা উভয় প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে সহায়তা করবে।  

ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও হেড অব বিজনেস ডেভলপমেন্ট জি এম তারিকুল ইসলাম বলেন, এ চুক্তির আওতায় চট্টগ্রাম জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনাট্রাস্ট পরিচালিত সারা দেশের যেকোন শাখা হতে সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী প্যাথলজি টেস্টে ৩৫% এবং রেডিওলজি টেস্টে ৩০% ডিসকাউন্টসহ বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।