চট্টগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যোগ্য নেতৃত্ব না থাকলে এনসিপিকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই। যারা যোগ্য তাদেরকে আপনারা ভোট দেবেন।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে নগরের চকবাজার ওয়ালি খাঁ মোড়ে এনসিপির পথসভা শুরুর আগে তিনি একথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদেরকে আপনারা ভোট দিবেন।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বিই/টিসি