ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, আগস্ট ১৬, ২০২৫
হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ...

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

তার নাম হাবিবুর রহমান হাবিব (২৪)।

তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত কালু সওদাগরের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে আহত হন হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যুর খবর পেয়েছি।  

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় শায়েস্তা খাঁ পাড়ার ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয় বলে জানা গেছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।