চট্টগ্রাম: চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মেহেরাব বিন কায়েস (৩) নামে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তাজুল মুল্লুকের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির মামা আকিব বলেন, মেহেরাব মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবযানী বাংলানিউজকে বলেন, পরিবারের সদস্যরা মেহেরাব নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
বিই/টিসি