ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের ভয়ে পুকুরে লাফ, যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, সেপ্টেম্বর ২২, ২০২৫
পুলিশের ভয়ে পুকুরে লাফ, যুবকের মৃত্যু ...

চট্টগ্রাম: বন্দর এলাকায় পুলিশের টহল টিম দেখে ভয়ে পুকুরে লাফ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

তার নাম মাসুদ রানা (৩০)।

তিনি ওই এলকার বাসিন্দা নেছার আহমেদের পুত্র।

এলাকাবাসী জানান, রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় বন্দর থানা পুলিশের টহল টিম দেখে বেশ কয়েকজন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা পালাতে থাকে।

এ সময় মাসুদ রানা পুকুরে লাফ দেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ডেবার পাড় এলাকায় কয়েকজন যুবক তাস খেলার সময় পুলিশ দেখে পুকুরে লাফ দেয়। এদের মধ্যে ৪-৫ জন উঠতে পারলেও একজন ডুবে যায়।  

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারী জানান, সকাল সাড়ে ৮টার দিকে ডেবার পাড় এলাকার ডেবা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।