চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের নিয়ে সনাতনীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়ানহাট শ্রীশ্রী দেওয়ানশ্বরী কালী মন্দিরে শারদীয় উপহার বিতরণ অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিয়াজ মোহাম্মদ খান বলেন, গতবছর যেভাবে শান্তিপূর্ণ পূজা উদযাপিত হয়েছে সেভাবে এবছরও হবে। কোনো অঘটন ঘটতে দেওয়া হবে না।
তিনি বলেন, তারেক রহমান ৩১দফায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই বাংলাদেশী। সবার সমান অধিকার রয়েছে। বিএনপি ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।
মন্দিরের সভাপতি ধীরেন্দ্র দাশগুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিঙ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ। উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা রফিক মেম্বার, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এম এ হাসনাত, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, মনির উদ্দিন বাবুল, সদস্য আমির উদ্দিন বাবুল, আনু মিয়া বাবুল, মাসুদ রানা, শায়েস্তা খান, মো. শাহজাহান, আব্দুল আজিম, আবুল কালাম আবু, মো. হাসান, মো. ইলিয়াস, সিরাজুল হক, মোসলেম উদ্দিন, হাজী ইসমাইল, নাছির খান, ছালে আহমেদ, জসিম খান, আব্দুল, জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান রুবেল, জসিম উদ্দিন, দেলোয়ার, জাহেদ, মাহবুব, ইসমাইল আজিজ, যুবদল নেতা মো. ফারুক, মুরাদ উদ্দিন, দেলোয়ার, সোহেল, দেলোয়ার, শ্রমিক দল নেতা সোহাগ, আব্দুল নুর, জাহাঙ্গীর প্রমুখ।
পিডি/টিসি