ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ৫ জনের, বাতিল ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, অক্টোবর ৯, ২০২৫
চেম্বার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ৫ জনের, বাতিল ১ ...

চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৫ জন। এ ছাড়া দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন জমা দেওয়ায় একটি প্রত্যাহার না করায় বাতিল হয়েছে এক প্রার্থীর মনোনয়ন।

 

বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রকাশিত নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ওই দিন বেলা ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল।

তবে সরাসরি উপস্থিত না থাকায় বেশ কয়েকজন প্রার্থী প্রতিনিধির মাধ্যমে প্রত্যাহারের আবেদন পাঠালেও তা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণিতে (অর্ডিনারি গ্রুপ) মোট প্রার্থী ৩৬ জন। অন্যদিকে সহযোগী শ্রেণিতে (অ্যাসোসিয়েট গ্রুপ) মোট প্রার্থী ১৪ জন। ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন করে প্রার্থী। এ দুই গ্রুপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন।

সাধারণ শ্রেণিতে মনোনয়ন প্রত্যাহার করেছেন মো. আশেক ইবনে সাফা, মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং সালাউদ্দিন আহমেদ। সহযোগী শ্রেণিতে মনোনয়ন প্রত্যাহার করেছেন মো. নাজেম উদ্দিন। সাধারণ ও সহযোগী-দুই শ্রেণিতে মনোনয়ন জমা দিয়েছিলেন মো. শওকত আলী। চেম্বারের সংঘবিধি অনুযায়ী যেকোনো একটি প্রত্যাহারের বিধান রয়েছে। প্রত্যাহারের শেষ দিন একটিও প্রত্যাহার না করায় দুই শ্রেণিতেই তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন বোর্ড।

চেম্বার নির্বাচনে দুইটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম চেম্বার ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হক, বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি এসএম নুরুল হক। শিগগির প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।