ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, জানুয়ারি ১০, ২০১৪
চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল এলাকায় গলায় ফাঁস লাগিয়ে বৃহস্পতিবার রাতে রুমা আকতার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

গৃহবধূ রুমা পিরোজপুর জেলার মিঠখালী থানার মো. রিয়াজের স্ত্রী।

তারা নগরীর স্টিল মিলের খাল পাহাড় এলাকার রতন বিল্ডিংয়ে ভাড়া থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, পরিবারের লোকজনের আড়ালে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুমা ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।


পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

কনস্টেবল মোক্তার বলেন,‘ কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ’
 
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।