ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

খুলশীতে পাহাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, জানুয়ারি ১৪, ২০১৪
খুলশীতে পাহাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রাম: নগরীর খুলশী থানার রেলওয়ে জাদুঘরের পাশের একটি পাহাড় থেকে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।



পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে আমবাগান এলাকার রেলওয়ে জাদুঘরের পাশের পাহাড়ে লাশটি পাওয়া যায়।   স্থানীয়রা থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বাংলানিউজকে বলেন,‘নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২২ বছর। নিহতের পরনে কালো জ্যাকেট ও কালো টি শার্ট ছিল। ’

তিনি বলেন,‘নিহত যুবক সিএনজি অটোরিকশার চালক হতে পারে। রাতের কোনো এক সময় তাকে হত্যা করে পাহাড়ে রেখে যেতে পারে দুর্বৃত্তরা। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।