ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইয়ের কবলে নারী সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, জানুয়ারি ২৪, ২০১৪
ছিনতাইয়ের কবলে নারী সাংবাদিক

চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতল এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েছেন এক নারী সাংবাদিক।

দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক এমিলিয়া খানম পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা দিকে এ ঘটনা ঘটে।

 

এমিলিয়া খানম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতে একটি সিএনজি চালিত অটো রিকসা ভাড়া করি। অটো রিকসাটি নগরীর আগ্রাবাদ এলাকা ট্রাফিক জ্যামে পড়লে কয়েকজন ছিনতাইকারী এসে আমার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।


এসময় আমি ব্যাগটি রক্ষা করার চেষ্টা করলে তারা আমার হাতে থাকা নকিয়া মডেলের (এন-৮) মোবাইল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:১১৩০ঘন্টা, জানুয়ারি ২৪. ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।