ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে খাল থেকে বসতি উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
চট্টগ্রামে খাল থেকে বসতি উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা মরিয়ম বিবিখাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ উচ্ছেদ করা হয়।



করপোরেশন সুত্র জানায়, দীর্ঘদিন ধরে মরিয়ম বিবি খালের ভেতর মাটি ভরাট করে কাঁচা ঘর তুলে ভাড়া দিয়েছে অবৈধ দখলদাররা। সোমবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মরিয়ম বিবি খাল থেকে ৩০ টি ঘর উচ্ছেদ করা হয়েছে।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বাংলানিউজকে বলেন,‘মরিয়ম বিবি খাল অবৈধভাবে দখল করে ঘর তুলেছে দখলদাররা। তাদেরকে সরে যেতে করপোরেশনের পক্ষ থেকে কয়েকবার নোটিস দেওয়া হয়েছে। কিন্তু তারা কোন ধরণের সাড়া না দেওয়ায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। ’

প্রসঙ্গত, মরিয়ম বিবি খাল খনন ও সংস্কারের জন্য এক কোটি ২০ লাখ টাকার প্রকল্প নিয়েছে চসিক।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারী ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।