ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরে অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৬, জানুয়ারি ২৮, ২০১৪
চট্টগ্রাম বন্দরে অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজ

ঢাকা: অস্ট্রেলিয়ার নৌবাহিনী জাহাজ  ‘এইচ এম এ এস চিলডার্স’ বাংলাদেশে ৫ দিনের শুভেচ্ছা সফরে সোমবার চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছেছে।

সফরকারী জাহাজটিতে মোট ৩ জন অফিসার ও ২৪ জন নাবিক রয়েছেন।

এই প্রথম অস্ট্রেলিয়ার কোনো নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে এসেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বানৌজা  ঈসা খানের নির্বাহী কর্মকর্তা কমান্ডার এ এস এম আফজালুল হক, (ট্যাজ), পিএসসি, বিএন জাহাজটিকে স্বাগত জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডিফেন্স এডভাইজারসহ নৌবাহিনীর স্থানীয় পদস্থ কর্মকর্তার‍া উপস্থিত ছিলেন।

এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা একে অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে পৌঁছানোর পর জাহাজটির অধিনায়ক এবং জাহাজের প্রতিনিধিরা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজের অফিসার ও নাবিকগণ কাপ্তাইস্থ নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জম, চট্টগ্রামে অবস্থিত স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি) ও চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন।

এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মতবিনিময়, ভবিষ্যতে প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৩১ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।