ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইলেকট্রোমার্ট’র প্যাভেলিয়ন উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মার্চ ১১, ২০১৪
ইলেকট্রোমার্ট’র প্যাভেলিয়ন উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রোমার্ট লিমিটেড এর প্যাভেলিয়ন উদ্বোধন হয়েছে। বুধবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ মেলার উদ্বোধন করেন।



উদ্বোধনকালে গণপূর্তমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ইলেক্ট্রনিক্স শিল্পের অবদান অনস্বীকার্য। শ্রমঘন এ শিল্পের উ‍ৎপাদিত দ্রব্য-সামগ্রীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিদেশে এ শিল্পের বাজার সম্প্রসারণে দেশীয় পণ্যের গুণগত মান ঠিক রাখতে হবে।

তিনি বলেন, রফতানি সক্ষমতা অর্জন এবং এ খাতের উন্নয়নে দক্ষ শ্রমিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।

প্যাভেলিয়নের উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ও ইলেকট্রোমার্ট লিমিটেডের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, এম. এ. মোতালেব, কামাল মোস্তফা চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহুরুল আলম, জাহাঙ্গীরসহ ইলেকট্রোমার্ট’র উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।