ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দণ্ড, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে  দণ্ড, জরিমানা ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত কোম্পানির ওষুধ বিক্রির দায়ে তিনজনকে সাতদিনের দণ্ড ও তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার নগরীর শহীদ মিনার ও লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।

দণ্ডিত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ আলী, মো. নাজমুল হাসান ও রাশেদুর হাসান রাশেদ।
তিনজনই ভাসমান ওষুধ বিক্রেতা।

রাকিব হাসান বাংলানিউজকে জানান, শহীদ মিনার এলাকায় তিনজন ভাসমান ওষুধ বিক্রেতাকে আটক করা হয়। আয়ুর্বেদিক, হারবাল, ইউনানি এসব চটকদার নামে ওষুধ বিক্রির নামে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ভেজাল ও অনিবন্ধিত কোম্পানির ওষুধ বিক্রির দায়ে লালদিঘীর পাড়ের সাধনা ঔষুধালয় নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, একই প্রতিষ্ঠানের আন্দরকিল্লা শাখাকে ১০ হাজার টাকা ও লাইসেন্স না নিয়ে ওষুধ বিক্রির দায়ে মডার্ন হারবালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।