ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১৮টি অবৈধ বিলবোর্ড অপসারণ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
চট্টগ্রামে ১৮টি অবৈধ বিলবোর্ড অপসারণ, জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও নগর পুলিশের যৌথ অভিযানে ১৮টি বিলবোর্ড অপসারণ ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নগরীর লালদিঘী পাড় এলাকায় অভিযান চালিয়ে বিলবোর্ডগুলো উচ্ছেদ করা হয়েছে।



অভিযানে নেতৃত্ব দেন সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

তিনি বাংলানিউজকে জানান, লালদিঘী পাড় এলাকা থেকে ৩টি বিলবোর্ড ও ১৫টি মেগাসাইন অপসারণ করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে বিলবোর্ড স্থাপনের দায়ে বিজ্ঞাপনী সংস্থা এস আর অ্যাড পাবলিসিটিকে ২০ হাজার, এবি কর্পোরেশনকে ১০ হাজার ও ত্রিমাত্রিক অ্যাডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সড়কের উপর অবৈধভাবে মোটর সাইকেল পার্কিং করে রাখার কারণে মোহাম্মদ রাশেদ নামে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।