ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনুমোদনহীন তিন পানি কারখানা সিলগালা, দণ্ড-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
অনুমোদনহীন তিন পানি কারখানা সিলগালা, দণ্ড-জরিমানা ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অবৈধভাবে পানি উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে তিনটি কারখানাকে সিলগালা ও এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



বুধবার নগরীর হালিশহর বড়পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
সঙ্গে ছিলেন বিএসটিআই কর্মকর্তারা।

সিলগালা প্রতিষ্ঠানগুলো হলো- সাজ এন্টারপ্রাইজ, জান্নাত ইন্টারন্যাশনাল ও ডিও ড্রাপ ড্রিংকিং ওয়াটার।   সাজ এন্টারপ্রাইজের মালিক সম্রাটকে তিন মাসের কা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বাংলানিউজকে বলেন,‘বিএসটি‌আইয়ের অনুমোদন ছাড়া পানি বিক্রি ও বাজারজাতকরণের দায়ে সাজ ‌এন্টারপ্রাইজ সিলগালা ও মালিক সম্রাটকে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জান্নাত ইন্টারন্যাশনাল সিলগালা ও ২৫ হাজার টাকা জরিমানা এবং ডিও ড্রাপ ড্রিংকিং ওয়াটারের কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।