ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি’তে সাংবাদিকতা বিভাগের বিভিন্ন কক্ষে তালা

চবি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
চবি’তে সাংবাদিকতা বিভাগের বিভিন্ন কক্ষে তালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন কক্ষে তালা লাগিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কর্মচারিরা বিভাগে এসে এ অবস্থা দেখতে পান।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতির কক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়ে সেখানে আরো একটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং বিভাগের সেমিনার কক্ষের তালায়ও সুপার গ্লু লাগিয়ে দেওয়া হয়।   এছাড়াও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মিলন কেন্দ্র ‘যোগাযোগ আলিন্দ’ বেঞ্চগুলোতে গোবর ও পরিত্যক্ত মবিল মেখে দেওয়া হয়েছে।


এ বিষয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি খ. আলী আর রাজী বাংলানিউজকে বলেন, কে বা কারা এ কাজ করেছে আমরা তা নিশ্চিতভাবে জানিনা।   এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ দৌল্লাহ বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।