ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক সেবনের দায়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
মাদক সেবনের দায়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রের কারাদণ্ড ছবি : প্রতীকী

চট্টগ্রাম: মাদক সেবনের দায়ে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রকাশ্যে ধূমপানের দায়ে ১২জনকে জরিমানা করা হয়েছে।



সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর বিআরটিসি বাস টার্মিনাল ও কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নের্তৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি।


সুরাইয়া আক্তার বাংলানিউজকে বলেন, সোমবার বিআরটিসি ও কদমতলী বাস টার্মিনাল এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ আইনে প্রমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রকাশ্যে ধূমপানের দায়ে ১২জনকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।