ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্মুক্ত স্থানে ধুমপান: আট জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
উন্মুক্ত স্থানে ধুমপান: আট জনকে জরিমানা ছবি : প্রতীকী

চট্টগ্রাম: প্রকাশ্যে উন্মুক্ত স্থানে ধূমপানের দায়ে আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইদিনে এক নারীকে উত্তক্ত করার দায়ে পৃথক অভিযানে একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।



মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত আদালত ভবন এলাকায় ভ্রাম্যমান আদালতের ধূমপান বিরোধী অভিযানে নেতৃত্ব দেন সুরাইয়া আক্তার। এসময় ওই এলাকায় প্রকাশ্যে ধূমপানের দায়ে আটজনকে আটকের পর প্রত্যেককে ৫০ থেকে ৩০০ টাকা জরিমানা করা হয়।


এদিকে, নগরীর আকবর শাহ থানার সাহার পাড়ার আমিন বাড়ি এলাকায় এক নারীকে উত্তক্ত করার দায়ে মো. দুলাল মিয়া ওরফে মনা নামে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের এই ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদৎ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।