ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবি বিএনপিএস’র

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবি বিএনপিএস’র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নারীর সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাতীয় নারী উন্নয়ন নীতির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

দিবস উপলক্ষে সংগঠনটি গণজমায়েত এবং শোভাযাত্রা কর্মসূচীও পালন করেছে।

সকাল সাড়ে ১০ টায় নগরীর ডিসি হিল প্রাঙ্গনে গণজমায়েত শেষে শোভাযাত্রা শুরু হয়ে নন্দনকানন, সিনেমা প্যালেস হয়ে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।


শোভযাত্রায় নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, বিএনপিএস’র চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ।  

শোভযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিএস’র জেলা সমন্বয়কারী শরীফ চৌহান, উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, প্রকল্প কর্মকর্তা কুমকুম দত্ত, ইয়াছমিন আকতার, তপন কান্তি দে, শিরিন আকতার, মোস্তফা মো.কাইয়ুম, প্রত্যাশা কমিউনিটি ফোরামের সহ সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রিয়াদ, কাজির দেউড়ি কমিউনিটি ফোরামের অর্থ সম্পাদক ফরহাদুল আলম হীরা, আসকার দিঘি কমিউনিটি ফোরামের সদস্য জুয়েল ও রুবেল।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।