ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ভুয়া সাংবাদিকের নিবন্ধনহীন ৫৫ অটোরিকশা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
চট্টগ্রামে ভুয়া সাংবাদিকের নিবন্ধনহীন ৫৫ অটোরিকশা আটক ছবি: সোহেল সরওয়ার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাম স্বর্বস্ব সংবাদপত্রের নামে চলাচলরত নিবন্ধন বিহীন ৫৫টি সিএনজি অটোরিকশা আটক করেছে পুলিশ।

বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব সিএনজি অটোরিকশা আটক করা হয়।



নগর পুলিশ সূত্র জানায়, নিবন্ধন ছাড়া চলাচলরত সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে নগর পুলিশের ট্রাফিক বিভাগ। বুধবার রাতে নাম স্বর্বস্ব বিভিন্ন সংবাদ পত্রের স্টিকার লাগিয়ে চলাচলরত ৫৫টি সিএনজি অটোরিকশা আটক করে পুলিশ।


নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বাংলানিউজকে বলেন,‘নিবন্ধন বিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। অটোরিকশাগুলোতে কোন নাম্বার প্লেট নেই। বিভিন্ন নাম স্বর্বস্ব সংবাদপত্র ও ভুয়া সাংবাদিকের স্টিকার লাগিয়ে অটোরিকশাগুলো নগরীতে চলাচল করছিল। ইতিপূর্বে এসব নিবন্ধন বিহীন যানবাহনের মাধ্যমে বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালিত হয়েছে। নগর পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।