ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২০০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
চট্টগ্রামে ২০০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া ও সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে পৃথক দুটি অভিযানে মোট দুই হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে নগরীর শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে মো. আজিজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।



এছাড়া সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় শনিবার সকালে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ কার্তিক বর্মন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাকলিয়া থানায় গ্রেপ্তার হওয়া আজিজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কুমিরা ঘোনা এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।


বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, সৌদিয়া পরিবহনের একটি বাসে কক্সবাজার থেকে নগরীর কর্ণেল হাট এলাকায় যাচ্ছিলেন আজিজ। তার শরীরে তল্লাশী চালিয়ে এক হাজার ইয়াবা পাওয়া গেছে।

ওসি বলেন, নগরীর আকবর শাহ থানার কর্ণেল হাট এলাকায় মো. সালাম নামের এক কাপড় ব্যবসায়ীর জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিল আজিজ। সালাম ইয়াবা ব্যবসা করে। আজিজ বাহক হিসেবে কাজ করে। সালামকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে সীতাকুণ্ড থানায় গ্রেপ্তার হওয়া কার্তিক বর্মন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সতীশ বর্মনের ছেলে।

কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে কার্তিক ঢাকায় যাচ্ছিল বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ সূত্র।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।