ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদানের আহবান চিটাগাং চেম্বার সভাপতির

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদানের আহবান চিটাগাং চেম্বার সভাপতির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর প্রতি নতুন উদ্যোক্তা তৈরী ও সার্বিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বৃহত্তর স্বার্থে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের আহবান জানিয়েছেন।

রোববার চাকতাই-এ বাংলাদেশ কমার্স ব্যাংক লি.’র স্থানান্তরিত শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।



এসময় পণ্য আমদানির ক্ষেত্রে চাকতাই-খাতুনগঞ্জ দেশের একমাত্র বৃহত্তম পাইকারী বাজার উল্লেখ করে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থানের লক্ষ্যে ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণ প্রদানের জন্যও চেম্বার সভাপতি অনুরোধ জানান।

অন্যান্যদের মধ্যে বিসিবিএল’র প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সগীর আহমেদসহ চট্টগ্রাম শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪                                                   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।