ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ফুটপাত থেকে ২৫০ ভাসমান দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
চট্টগ্রামে ফুটপাত থেকে ২৫০ ভাসমান দোকান উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার ইপিজেড এলাকায় সড়কের উভয় পাশের ফুটপাত থেকে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।

সোমবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন।

অভিযানে নেতৃত্ব দেন সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

তিনি বলেন, ইপিজেড গেইট থেকে টিসিবি গেইট পর্যন্ত সড়কে উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা ২৫০টির অধিক অস্থায়ী স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
ফুটপাত অবৈধ দখলমুক্ত করে মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।