ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ট্রাক চাপায় নিহত ১ আহত ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
ফটিকছড়িতে ট্রাক চাপায় নিহত ১ আহত ৬

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পৌরসভা এলাকায় ট্রাক চাপায় মো. শাহজাহান মিয়া(৩২) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।



আহতরা হলেন-নিহত বাবুর্চির সহকারী মো. ইসমাইল (২০), মো. জুয়েল (১৯), মুহাম্মদ রোকন (২৩), মুহাম্মদ মুরছেলিন (৭), মুহাম্মদ রুবেল (১৩) এবং ফিরোজা বেগম (৪৮)।

শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার জামালুল কোরান মাদ্রাসা গেইট এলাকায় ট্রাক ও সিএনজি অটো রিকসার মুখোমুখে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।


কাজের সুবিধার্থে দীর্ঘদিন থেকে উপজেলা সদরের মনিরা কমিউনিটি সেন্টারের পাশে একটি কলোনীতে বাসা নিয়ে থাকতেন তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার
দিকে চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাকের সঙ্গে উপজেলা সদরমুখী একটি সিএনজি অটো রিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহজানের মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর
ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।