ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চেরাগী আর্ট শো: শিল্পের সঙ্গে গণমানুষের যোগাযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
চেরাগী আর্ট শো: শিল্পের সঙ্গে গণমানুষের যোগাযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শিল্পের সঙ্গে গণমানুষের যোগাযোগ সৃষ্টির লক্ষে নগরীর চেরাগী পাহাড় এলাকায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী ‘চেরাগী আর্ট শো’।

শুক্রবার বিকেলে তৃতীয় বারের মত শুরু হয়েছে চেরাগী আর্ট শো।

আয়োজন করেছে যোগ অল্টারনেটিভ আর্ট স্পেস।
cheragi_art_1
প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীদের ২টি যৌথ, ৭টি পারফরমেন্স, ৯টি স্থাপনা ও উপস্থাপন শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এবারের চেরাগী আর্ট শো।
ভিডিও ইন্সটলেশন, ফটোগ্রাফি, পারফরমেন্স আর্ট, পেইন্টিং এবং বিভিন্ন ভাবনা ও মাত্রার শিল্পকর্ম দিয়ে গণমানুষের কাছে বিস্ময় তৈরি করেছে এই অভিনব শো।

এবারের শোয়ের থিম হল যোগাযোগ, জানান চেরাগী আর্ট শো‘র কিউরেটর সোহরাব জাহান।
cheragi_art_2
তিনি জানান, ১৮জন শিল্পীর শিল্পকর্ম ও পারফরমেন্স শোতে স্থান পেয়েছে। তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শায়লা শারমিন, জাহেদ আলী চৌধুরী যুবরাজ, জিহান করিম, আদর ইউসুফ, আকিলা শাহরিয়াত, হাসনা হেনা পরশ, জুবলী দেওয়ান, জয়দেব রোয়াজা, মিশুক এহসান, মাহবুবুল আলম, ওসমান পাশা, আরিফুজ্জামান চৌধুরী, পলাশ ভট্টাচার্য, রায়হান আহমেদ রাফি, সঞ্জীব দত্ত, , সোহরাব জাহান, সুচয়ন পাল, তাসলিমা আকতার ।
আর্ট শো শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
Cheragi_Art_3
বাংলাদেশ সময়: ২২২৫ ঘন্টা,ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।