ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অপহরণের নয় ঘণ্টা পর গাড়িচালক উদ্ধার, গ্রেপ্তার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
অপহরণের নয় ঘণ্টা পর গাড়িচালক উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রতীকী

চট্টগ্রাম: পাওনা টাকার দাবিতে অপহরণের নয় ঘণ্টা পর মো.ফারুক (২৬) নামে এক গাড়িচালককে উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ। একইসঙ্গে গ্রেপ্তার করেছে অপহরণের সঙ্গে জড়িত চারজনকে ।



শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরের নিউমুরিং এলাকা থেকে ফারুককে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়।

অপহরণের শিকার মো.ফারুকের বাড়ি পটিয়া উপজেলার কলেজ বাজারে।
নগরের বিভিন্ন রুটে লেগুনা হিউম্যান হলার চালান ফারুক।

গ্রেপ্তার হওয়া চার অপহরণকারী হল এমরান, মহিউদ্দিন, মিজান ও বাবুল।

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এস আই) শামসুল ইসলাম বাংলানিউজকে জানান, নগরের বন্দরটিলা থেকে শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটে গ্রেপ্তার হওয়া চারজন ফারুককে তুলে নিয়ে যায়। তাকে নিউমুরিং এলাকায় একটি বাসার পানি সরবরাহ করার কক্ষে আটকে রাখে তারা।

পরে ফারুকের মোবাইল থেকে তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি ইপিজেড থানায় জানানো হলে অভিযানে নামে পুলিশ। রাতে তাকে উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়।

এস আই শামসুল ইসলাম বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার হওয়া চারজন জানিয়েছে, তারা ফারুকের কাছে সাত লক্ষ টাকা পাবে। সেজন্য তারা অপহরণ করে মুক্তিপণ আদায়ের মাধ্যমে পাওনা টাকা পাওয়ার চেষ্টা করেছিল। তবে তাদের কাছে এর পক্ষে কোনো ডকুমেন্ট নেই।

এ ঘটনায় ফারুকের চাচা জমির হোসেন বাদি হয়ে নগরীর ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৮ঘণ্টা, ডিসেম্বর ১৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।