ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাতিঘরে পাঁচটি নতুন বই

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
বাতিঘরে পাঁচটি নতুন বই

চট্টগ্রাম: মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে চট্টগ্রামের সৃজনশীল গ্রন্থবিপণী বাতিঘরে পাঁচটি নতুন বই পাওয়া যাচ্ছে।

ভিন্ন পাঁচটি ধারার বইগুলো হলো এবিএম মূসার আত্মজীবনীমূলক বই ‘আমার বেলা যে যায়’, শারমিন আহমেদ’র ইতিহাসভিত্তিক বই ‘৩ নভেম্বর জেল হত্যার পূর্বাপর’।

  সোমা সাহা ও সৌমেন সাহার সংকলন, সংগ্রহ, সম্পাদনায় রান্নার বই ‘বাদশাহী রান্না’, সৌমেন সাহার ‘মহাকাশের নক্ষত্র পরিচয়’ এবং সৌমেন সাহার ‘জটিল গণিত কুটিল সমাধান’।

বইগুলো কিনতে পাওয়া যাবে ১২০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।


প্রতিষ্ঠার শুরু থেকেই পাঠকদের জন্য সৃজনশীল বই সরবরাহের কাজ করে আসছে বাতিঘর। বইয়ের সমৃদ্ধ সংগ্রহশালা ও একই সঙ্গে বই পাঠের সুযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।