ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহান বিজয় দিবসে

বীরদের স্মরণে শ্রদ্ধায় অবনত চট্টগ্রামবাসী

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
বীরদের স্মরণে শ্রদ্ধায় অবনত চট্টগ্রামবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে বিজয়ের সকালে হাজারো জনতার ভিড় নামে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে।

কারও হাতে ব্যানার,মানচিত্র আঁকা পুষ্পার্ঘ।

কেউবা হাতে বা কপালে বেঁধেছেন জাতীয় পতাকা। শিশু,কিশোর,তরুণ,বৃদ্ধরা শহীদ বেদিতে পরম শ্রদ্ধায় দিচ্ছেন শুধু একমুঠো গোলাপ ফুল।


বিজয়ের আনন্দ বুকে নিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামের আপামর মানুষ মাথা নত করেছেন শহীদ মিনারে।

এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে সোমবার ১২টা ১মিনিটে শুরু হয় শ্রদ্ধাঞ্জলীর আনুষ্ঠানিকতা।

সকাল ৭টা থেকে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক,সেচ্ছাসেবী সংগঠন ও স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন,ছাত্রলীগ (১৯৬০-৭৫)নেতাকর্মী পুনর্মিলন পরিষদ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ,নগর মহিলা আওয়ামী লীগ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,আহ্বায়ক আসলাম চৌধুরীর নেতৃত্বে উত্তর জেলা বিএনপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ছাত্র ইউনিয়ন,ছাত্রফ্রন্ট,গণমুক্তি আন্দোলন,গণফোরাম,গণসংহতি আন্দোলন,ছাত্র ফেডারেশন,বিপ্লবী ওয়াকার্স পার্টি চট্টগ্রাম জেলা,চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ,ন্যাপ, ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

এছাড়া উদীচী, চট্টগ্রাম জেলা সংসদ, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি, প্রমা আবৃত্তি সংগঠন,চট্টগ্রাম গ্রুপ থিয়েটার,বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্র,গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদ, চট্টগ্রাম জেলা সংসদ স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র,চট্টগ্রাম ত্রিতরঙ্গ আবৃত্তি দল,সমাজ সমীক্ষা সংঘ, বৈশাখী খেলাঘর আসর,অগ্রণী ব্যাংক অফিসার সমিতি,শতায়ু অঙ্গন, পোর্টসিটি ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি,প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (শহর), নুরুল ইসলাম বিএসসি ভ্রাম্যমান স্কুল,বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি,ইউআইটিএস এর পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পনের সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনদের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়

** শৃঙ্খলমুক্তির স্মরণে জনস্রোত শহীদ মিনারে

বাংলাদেশ সময়:১৩০৬ ঘন্টা,ডিসেম্বর ১৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।