ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আসছেন জাফর ইকবাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
চট্টগ্রামে আসছেন জাফর ইকবাল

চট্টগ্রাম: গ্রন্থবিপণি বাতিঘরের দশ বছরে পদার্পণ উপলক্ষে ‘পাঠকের মুখোমুখি মুহম্মদ জাফর ইকবাল’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম আসছেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটায় নগরীর ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সহযোগিতায় থাকছে ইকুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট লিমিটেড।

এ অনুষ্ঠানে লেখক নিজের জীবন ও লেখালেখি সম্পর্কে বলবেন এবং পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।


গত ১৭ অক্টোবর এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দর্শকদের প্রচন্ড ভীড়ের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।