ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঢাকা-কুয়ালালামপুর সপ্তাহে ৫ দিন চলবে রিজেন্ট এয়ারওয়েজ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
ঢাকা-কুয়ালালামপুর সপ্তাহে ৫ দিন চলবে রিজেন্ট এয়ারওয়েজ

চট্টগ্রাম: যাত্রী চাহিদার বেড়ে যাওয়ায় ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে সপ্তাহে আরও একদিন ফ্লাইট বাড়িয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। ২৩ ডিসেম্বর থেকে এই রুটে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৫ দিন ফ্লাইট চলাচল করবে।

এতদিন ৪ দিন ফ্লাইট চলতো।

রিজেন্ট এয়ারওয়েজের হেড অব সেলস ইরফানুল হক বাংলানিউজকে জানান, ১২৬ সিটের বোয়িং ৭৩৭-৭০০ নিউ জেনারেশন উড়োজাহাজটি শীতকালীন সময়সূচি অনুযায়ী রাত ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর সময় ভোর ৫টা ২০ মিনিটে পৌঁছাবে।
কুয়ালালামপুর থেকে সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে এসে বাংলাদেশ সময় সকাল ৮ টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশী জনশক্তির অন্যতম বাজার মালয়েশিয়াগামী যাত্রীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার পাশাপাশি এখন পর্যটন মৌসুমে বাড়তি যাত্রীর চাহিদা থাকায় রিজেন্ট এয়ারওয়েজ এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৬ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।