ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সওজের চার কাঠা জমি অবৈধ দখলমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
সওজের চার কাঠা জমি অবৈধ দখলমুক্ত

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার সিটি গেইট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের(সওজ) চার কাঠা জায়গা অবৈধ দখল মুক্ত করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।



অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

তিনি বাংলানিউজকে জানান, নগরীর পাহাড়তলী থানার উত্তর পাহাড়তলী এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রায় চার কাঠা জমিতে হোটেল, মুদি দোকান ও স্টেশনারিসহ ৫টি দোকান নির্মাণ করে অবৈধ দখলদাররা।
২০০৯ সালে অবৈধ দোকান মালিকদের সরে যেতে নোটিশ দেওয়া হয়। তারা সরে না গিয়ে উচ্চ আদালতের দ্বারস্ত হন। ২০১৩ সালের ৩ অক্টোবর আদালত জেলা প্রশাসনের পক্ষে রায় দেন। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর উচ্ছেদ অভিযান চালিয়ে চার কাঠা জমি অবৈধ দখল মুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।