ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে শিশুসহ নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে শিশুসহ নিহত ৩ ফাইল ফটো

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াখালের মাথা এলাকায় বন্য হাতির আক্রমনে শিশুসহ তিনজন নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এসময় বন্য হাতির তাণ্ডবে স্থানীয় কৃষকদের শস্য ক্ষেত নষ্ট হয়।

নিহত তিনজন হলেন- জনার কেঁওচিয়া গ্রামের পঞ্চায়েত বাড়ির মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে মাহবুবুল আলম তালুকদার(৪৫), কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশের ঢেকি পাড়ার মো. ফোরকানের ছেলে মো. শাকিল(১৩) ও নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের বোর্ড অফিস এলাকার আমির হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন(২৬)।


সাতকানিয়া থানার নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে বলেন,‘বুধবার সকালে বন্য হাতির আক্রমণে তিনটি ইউনিয়নের শিশুসহ তিনজন লোক মারা গেছে। ’

কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন বাংলানিউজকে জানান, ‘মঙ্গলবার রাতে এক পাল হাতি বাজালিয়া পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। রাতে স্থানীয় কৃষকদের শস্য ক্ষেত নষ্ট করে। সকালে ধান ক্ষেত নষ্ট করার সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে হাতির পালটিকে তাড়ানোর চেষ্টা করে। এসময় হঠাৎ হাতির পালটি তেড়ে এসে মাহবুবুল আলমকে শুড় দিয়ে আছড়ে ফেলে। পরে পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। অন্য দুইজন হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।