ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্র হত্যার চারদিন পর চবি শিক্ষক সমিতির নিন্দা

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
ছাত্র হত্যার চারদিন পর চবি শিক্ষক সমিতির নিন্দা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ায় নিন্দা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার চারদিন পর এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ নিন্দা জানায়।



সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে দুই গ্রুপ ছাত্রের মধ্যে সংঘর্ষের ফলে সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাপস সরকার নিহত হয়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি এবং দোষীদের শাস্তি দাবি করছি।


বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।