ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুনিয়র অপারেটরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
বন্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুনিয়র অপারেটরের মৃত্যু

চট্টগ্রাম: নগরীর বন্দর থানার চার নম্বর জেটি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ  দুর্ঘটনা ঘটে।



নিহতের নাম মো. আমানুল্লাহ পাটোয়ারি (২৭)।   সে চাঁদপুর জেলার কচুয়া এলাকার মো. শহীদুল্লাহ পাটোয়ারির ছেলে।


বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত আমানুল্লাহ বন্দরের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সকালে কর্মরত অবস্থায় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তার মৃত্যু হয়।

দুপুর পৌনে দুইটায় তিনি বাংলানিউজকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পরিদর্শন করছি।   পরিদর্শন শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। ’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সুব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান,  বেলা সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় আমানুল্লাহকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার সময় আমানুল্লাহ চার নম্বর জেটি এলাকায় কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।